আমাদের বিপনী সম্পর্কে

স্বাস্থ্য, পুষ্টি, সৌন্দর্য সেবা  –
ই অর্গানিক শপ -২০১৩ সালে প্রতিষ্ঠিত ‌‌” সর্বপ্রাণের কৃষির ” একটি প্রয়োগিক দিক এবং অংগ্রহনমূলক গ্রাম উন্নয়ন সংস্থা ( প্র্যাস ) অধীনে চলমান কর্মসূচি।

আমাদের প্রাথমিক লক্ষ্য এবং উদ্দেশ্য

কৃষকের অনলাইন বিপনী

একটি স্বচ্ছ ও ন্যায়সঙ্গত বিপণন ব্যবস্থার অধীনে কৃষকের উৎপাদিত ফসলের লাভজনক মূল্য নিশ্চিত করার মধ্যদিয়ে নিরাপদ খাদ্য উৎপাদনে উৎসাহিতকরণ ও সম্প্রসারিত করা এই বিপণীর উদ্দেশ্য।

কৃষকের অনলাইন বিপনী স্থাপনের মাধ্যমে কৃষক ভোক্তার বাজার সেবা তৈরি করা, গ্রাম পর্যটন উন্নয়ন,কৃষি পর্যটন পুষ্টি ইশকুল র্কাযক্রম পরিচালনা করা

স্বাস্থ্যকর রান্না

সংগ্রাম চলমান ভালোবাসা বিদ্যমান এই সংগ্রাম করার সাহস শক্তির প্রধান উৎসব সর্বপ্রাণের কৃষির  কৃষক পরিবার অনলাইন ভিত্তিক হাজারো প্রতারণার ভীড়ে তাঁরা আস্থা রেখে চলেছেন ক্ষেত থেকে পাত খাবার হোক নিরাপদ।

বিপদমুক্ত থাকতেই প্রকৃতিগত আঙ্গিকে খাদ্য উৎপাদন এবং গ্রহন জরুরী। এজন্যই অর্গানিক খাদ্য, অর্গানিক চাষ, অর্গানিক শপ।

জৈব উৎপাদন

অর্গানিক কৃষি প্রচলিত কৃষিকাজের চেয়ে পরিবেশবান্ধব । এ ক্ষেত্রে ফসল ও প্রাণিসম্পদ উৎপাদনে কোনো প্রকার কীটনাশক, সার, জিনগতভাবে পরিবর্তিত জীব, অ্যান্টিবায়োটিক এবং গ্রোথ হরমোন ব্যবহার করা হয় না। ফসলের পুষ্টির প্রাকৃতিক উৎস যেমন কম্পোস্ট, ফসলের অবশিষ্টাংশ দিয়ে তৈরি সার ব্যবহার করতে  হয়।

আমরা মনে করেছি প্রকৃতির অংশ আমরা।তাই প্রকৃতির সাথে আমাদের যোগ থাকা চাই। সেই উপায়ে যে উপায়ে প্রকৃতির ক্ষতি না হয়। আমরা এসেছি এবং বলেছি এটা জীবনের পথে যাত্রা। অতএব এটি একটি চলমান কর্মসূচি। জীবনের দিকে যাত্রা। আমাদের জীবন যাত্রার অংশ। সেখান থেকেই কৃষিকে আমার আপন করে নিয়েছি। এর পর থেকেই আমাদের শেখার পর্ব শুরু।

সর্বপ্রাণের কৃষি

প্রকৃতিকে সবচেয়ে কম ক্ষতি করে যে কৃষি তাকেই প্র্যাস এর বন্ধুরা নাম দিয়েছিল -সর্বপ্রাণের কৃষি। পরিবেশ, প্রতিবেশ, প্রকৃতি ও প্রাণের সুরক্ষায় -সর্বপ্রাণের কৃষি। আদীকৃষি চর্চাই সর্বপ্রাণের কৃষি। সর্বপ্রাণের খাদ্য নিরাপত্তা বেষ্টনী উন্নয়ন।।সর্বপ্রাণের কৃষি উদ্যোক্তা ও কৃষক উন্নয়ন। স্থানীয় ও দেশব্যাপী কৃষকের বাজার ব্যাবস্থাপনা উন্নয়ন।
স্থানীয় জাতের বীজ রক্ষা ও উন্নয়ন। সকলের জন্য সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলা। কেমনে কম ক্ষতি হয়, কি উপায়ে কৃষি করা যায়। সেটাই চাষ আবাদ করে বের করার চেষ্টা করছে প্র্যাস।

কৃষকের অনলাইন বিপনী

অর্গানিক; অর্গানজাত, অর্গান থেকে। অর্গান কি? প্রতঙ্গ বলতে পারি, প্রতঙ্গ-অঙ্গের অর্থবহ অংশ। অঙ্গ এবং অঙ্গের অর্থবহ অংশ যা আবার প্রকৃতিগত। কাজই বলতে পারি অর্গানিক হচ্ছে প্রকৃতিগত আঙ্গিক।
এখন খাদ্য নিরাপত্ত্বার ক্ষেত্রে প্রকৃতিগত আঙ্গিক বিষয় টা কি ভাবে বিবেচ্য;আমরা প্রকৃতি থেকে খাদ্য হিসাবে যে শস্য, বীজ, ফল, মূল, শাক সব্জি, পাই তা প্রকৃতি আপন অঙ্গের অর্থবহ অংশ হিসাবে নিজের জন্য উৎপাদন করে যা আমরা আহোরন করি। খাদ্য হিসাবে গ্রহন করি। খাদ্যগ্রহন, পরিপাক পুরো বিষয়টি অঙ্গসম্পর্কিত, আঙ্গিক, প্রকৃতিগত।
অন্যদিকে মুনাফা লোভীর চক্করে, খাদ্য উৎপাদনে প্রকৃতিগত আঙ্গিক বিষয়টি উপেক্ষা করে নানা কর্মকান্ড করে, যা খাদ্যকে অনিরাপদ করে তুলছে। মানব সংস্কৃতি এবং প্রকৃতিগত বিপদ তৈরী করছে।
বিপদমুক্ত থাকতেই প্রকৃতিগত আঙ্গিক খাদ্য উৎপাদন এবং গ্রহন জরুরী। এজন্যই অর্গানিক খাদ্য, অর্গানিক চাষ, অর্গানিক শপ।

কমিউনিটি শপ

খুশি গ্রাহক ও ক্রেতারা

Moshiur Rahman

ই অর্গানিক শপ এর শুরু থেকেই ফসল সংগ্রহ করি। প্রাকৃতিক চাষে উৎপাদিত ফসল আস্থার সাথেই কিনে নেই।

সর্প্রাণের মঙ্গল হোক। শুভকানা সবসময়।

Ehsan Hafiz

সর্ব্প্রাণের কৃষি উদ্যোক্তা তৈরী করা ও জৈব কৃষির প্রসার ঘটানোর মাধ্যমে রাসায়নিক সার ও বিষ মুক্ত ফসল উৎপাদন ও সম্প্রসারণে কাজ করছে এই বিপনী। একটি স্বচ্ছ ও ন্যায়সঙ্গত বিপণন ব্যবস্থার অধীনে কৃষকের উৎপাদিত ফসলের লাভজনক মূল্য নিশ্চিত করার জন্য কাজ করায় তাদের সাথেই আছি…

Sarwar Jahan Khan

বিপদমুক্ত থাকতেই প্রকৃতিগত আঙ্গিক খাদ্য উৎপাদন এবং গ্রহন জরুরী। এজন্যই অর্গানিক খাদ্য, অর্গানিক চাষ, অর্গানিক শপ।

আমাদের টীম

মেহেদী হাসান স্মরণ

মেহেদী হাসান স্মরণ

প্রধান নির্বাহী

সংগ্রাম চলমান ভালোবাসা বিদ্যমান এই সংগ্রাম করার সাহস ও শক্তির প্রধান উৎসব সর্বপ্রাণের কৃষির  কৃষক ও পরিবার । অনলাইন ভিত্তিক হাজারো প্রতারণার ভীড়ে তাঁরা আস্থা রেখে চলেছেন

মুহাম্মদ শফিউল ফারুক

মুহাম্মদ শফিউল ফারুক

পরিচালক

এক কেজি বিষমুক্ত ফসল উৎপাদন একটি শিল্পকলা।

বিষমুক্ত জীবনের জন্য  সর্বপ্রাণের কৃষি

কৃষি আর্ট

শারমিন ফেরদৌস সুরভী

শারমিন ফেরদৌস সুরভী

পরিচালক

ওয়েব কন্টেইন

কৃষি প্রশিক্ষণ

গ্রাম পর্যটন

আতিকুর রহমান সুজন

আতিকুর রহমান সুজন

পরিচালক

আইটি পরিষেবা

অনলাইন

খামার ব্যবস্থাপনা

খামারে গিয়ে ভিজিট করে আসুন তারপর ফসল কিনুন। উৎপাদন ব্যবস্থা দেখুন, সহযোগিতা করুন

আছে দামাদামীর সুযোগ

নিরাপদ খাবার , দরকার সবার

প্রাণবৈচিত্র্য সংরক্ষণ, সহজিয়া অবলম্বন

কল করুন-

(+88) 01715-951081

ই মেইল করতে পারেন-
info@eorganicshopbd.com

Cart
  • No products in the cart.