আমাদের খাদ্য আমাদেরই উৎপন্ন করার কথা, কিন্তু আমরা তা করছি না, আর আমাদের সন্তানেরা জানেও না কি করে ফসল উৎপন্ন হয়। এর থেকে দূ:খজনক আর লজ্জার কি হতে পারে!! যে খাদ্য আপনি খান তা যদি নিরাপদ বিষমুক্ত না হয় তাহলে জীবন নিয়ে এত স্বপ্ন দেখে কি করবেন? বাঁচবেনই তো না! নিজে না ফলান, অন্তত নিরাপদ খাদ্য কিভাবে ফলানো সম্ভব সেটা তো জেনে রাখতে পারেন! বলা তো যায়না কবে বাধ্যতামূলক আপনার খাদ্য আপনাকেই উৎপন্ন করতে হয়! সর্বপ্রাণের কৃষি শিক্ষণ।শিক্ষণে যা থাকবে:১. সর্বপ্রাণের কৃষি পদ্ধতিতে ক্ষেতের মাটি তৈরি থেকে ফসল উৎপাদন -বিপণন পর্যন্ত – পথ ও পদ্ধতি২. প্রাণ বৈচিত্র্য সমৃদ্ধ কৃষি ও খামার ব্যবস্থাপনা ৩. রাসায়নিক সার ইউরিয়া, ফসফেট , পটাশ বাদ দিয়ে এগুলোর বিকল্প প্রাকৃতিক উৎস তৈরি । অণুপ্রাণ সার ও বিভিন্ন প্রাকৃতিক সার তৈরির পদ্ধতি৪. বিষের বিকল্প প্রাকৃতিক উপাদান ও বালাইদূরিকরণে প্রাণবৈচিত্র্য সহযোগিতা তৈরির জ্ঞান ।৫. দেশি ও স্থানীয় বীজ উৎপাদন ও সংরক্ষণ৬. সমবায় ভিত্তিক কৃষি উৎপাদন ও বিপণন৭. কৃষি প্রাণবৈচিত্র্য সুরক্ষা- লালনের পথ ও পদ্ধতি৮. প্রাকৃতিক সম্পদভিত্তিক অর্থনীতিতে নিজেকে স্বনির্ভর করে গড়ে তোলার দক্ষতা৯. বাংলাদেশের কৃষি প্রতিবেশ ( এগ্রো ইকোলজি ) সম্পর্কে প্রাথমিক ধারণা।১০. ফার্মাকালচার, ইকোলজিক্যাল ফার্মিং , অর্গানিক এগ্রিকালচার, রিজেনারেটিভ এগ্রিকালচার, নেচারাল ফামিং সম্পর্কে প্রাথমিক ধারণা।১১ . সহজ সরল প্রাকৃতিক জীবনের চর্চা৩ দিন আবাসিক , খাবার ও আনুসাঙ্গিক খরচ জন প্রতি ৩০০০ টাকা ,সর্বপ্রাণের কৃষি শিক্ষণস্থান: জীব বৈচিত্র্য খামার, কৃষি সেবা কেন্দ্র, জামালপুর।প্রয়োজনে : ০১৭১৫৯৫১০৮১অথবাই অর্গানিক শপ।৩২/ক পিসি কালচার হাউজিং সোসাইটি , মোহাম্মদপুরঢাকা।