ভিলেজ ট্যুরিজম
গ্রাম পর্যটন– ঐ আমাদের গাঁ
গ্রামের সৌন্দর্য রক্ষা ।।
গ্রাম গুলোকে পর্যটন বান্ধব হিসেবে গড়ে তোলা ।।
প্রতিটি গ্রামের বাড়ী পর্যটকদের নিরাপদ নিজের আবাস।
এই তিনটি বিষয়ে গ্রামের মানুষকে সচেতন করা। গ্রাম পর্যটন – আপনাকে
গ্রামীন পরিবেশে উপভোগ করার জন্য ভ্রমণে সহযোগিতা করে ।
আধুনিকতার ছোঁয়ায় ঐতিহ্য
ভিলেজ ট্যুরিজম
পর্যটন গ্রামের প্রয়োজনীয়তা: আধুনিক পর্যটনের অর্থ হলো পর্যটনকে সাশ্রয়ী ও জীবনমুখী করা। পর্যটনের উপাদানসমূহের উৎকর্ষ সাধনের মাধ্যমে জীবনের উৎকর্ষ সাধন করে মানুষের বিশ্রাম, বিনোদন ও শিক্ষার জায়গাকে নিশ্চিত করা যায়। এই প্রক্রিয়া অনুসরণ করতে হলে আমাদেরকে কৃত্রিম পর্যটন সেবা থেকে সরিয়ে এনে প্রাকৃতিক পর্যটন সেবার দিকে ধাবিত করতে হবে। এই পদক্ষেপ পর্যটনের উলম্ব উন্নয়নের (Vertical Development) পরিবর্তে অনুভূমিক উন্নয়নকে (Horizontal Development) ত্বরান্বিত করবে, যা আমাদের মতো বহু মানুষের দেশে টেকসই উন্নয়নে নিশ্চিত করতে পারে। উল্লেখ্য যে, অনুভূমিক পর্যটন কাঠামো অধিক সংখ্যক কর্মীর কর্মসংস্থান সৃষ্টি করে।
ঐ আমাদের গাঁ
গ্রাম দেখি, প্রজাপতি
আমার গ্রাম
নদ নদী, বাংলার নদী দেশের ফুল ,দেশি দশ
কমিউনিটি ট্যুরিজম
গ্রাম দেখা
গ্রামের নদী
কৃষি পর্যটন
প্রাকৃতিক খামার
নিরাপদ খাদ্য উৎপাদন
বিপণন
জীব বৈচিত্র্য সংরক্ষণ
আঙিনা কৃষি
পালান কৃষি
প্রাণ প্রকৃতির জীবন
আবাসিক প্রশিক্ষণ
কোন ধরণের ইন্ড্রাষ্ট্রিয়াল খাবার খাওয়া হয় না
গ্রামগুলিকে গ্রামগুলিকে বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান ও আয়ের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে চাইলে একমাত্র উপায় হলো পর্যটন গ্রাম তৈরি করা। এতে গ্রামীণ পর্যায়ে মানসম্মত পণ্য ও সেবা উৎপাদন করে মধ্যস্থতাকারীদের হস্তক্ষেপ ব্যাতিরেকে সরাসরি পর্যটকদের কাছে বিক্রয় করা সম্ভব হবে। তরুণ পর্যটকরা গ্রামের মানুষের জীবনধারা দেখে জীবন গঠনে নতুন শিক্ষা গ্রহণ করবে।
নগর ও গ্রামের মধ্যে তৈরি হবে ভালবাসা ও শ্রদ্ধার সম্পর্ক। গ্রামের মানুষের শহরমুখিতা কমবে এবং সর্বোপরি সামাজিক বৈষম্য দূর হবে। সবচেয়ে বড় কথা, করোনাকালে সারা পৃথিবীর যে পরিবর্তন আসছে তাতে করে প্রত্যক্ষ গ্রামোন্নয়নের মাধ্যমে পর্যটনকে ঢেলে সাজানোর কোন বিকল্প নাই মর্মে সারা পৃথিবীর পর্যটন বিশেষজ্ঞগণ একমত পোষণ করছেন।
গুনগত মান
পর্যটনের উন্নয়নের জন্য উপযুক্ত পরিকল্পনা থাকা জরুরি। পর্যটনের উন্নয়নের জন্য চোখে পড়ার মতো মহাপরিকল্পনা দরকার। পর্যটনের উন্নয়নের জন্য মন্ত্রণালয়, পর্যটন করপোরেশন, ট্যুরিস্ট পুলিশ, পর্যটন বোর্ড-সবার সমন্বিত পদক্ষেপ দরকার। খাদ্য, স্বাস্থ্য, বস্ত্র, স্থান, ডিজিটাল সিটি, পর্যাপ্ত নিরাপত্তা, ট্রাফিক, পরিবহণ সুবিধা-এসব একটা পর্যটন স্থানে পর্যাপ্ত পরিমাণে থাকা জরুরি। এসব বিষয়ে গুণগত মানের বিষয়টিও জড়িত।
সারা দেশে ট্যুরিস্ট স্পট বাড়ছে। আমাদের দৃষ্টিভঙ্গি পর্যটনকেন্দ্রিক হওয়া দরকার। হোটেল মালিককে লক্ষ রাখতে হবে কারা স্পা ব্যবসা করে। অভিযোগ রয়েছে, বাইরে থেকে তালাবদ্ধ অথচ সুড়ঙ্গ রুমে- গর্তের মধ্যে স্পা ব্যবসা চলছে। কোনো কোনো পর্যটক হয়রানির অভিযোগও করেন এসব বিষয়ে সতর্কতা অবলম্বন করা দরকার।
একজন পর্যটক যখন কোন নতুন স্থানে ভ্রমণে যান তখন তাকে বিশাল একটা কর্মযজ্ঞ অতিক্রম করতে হয়। প্রথমেই তার স্বাস্থ্য, অর্থ এবং সময় এই তিনের সমন্বয় তাকে করতেই হয়। কারণ, এর একটির ঘাটতি থাকলে তার কোথাও ভ্রমণে যাওয়া কোন অবস্থাতেই সম্ভব নয়। তারপর তার ভ্রমণের শুরু থেকে বাড়ি ফিরে আসা পর্যন্ত যানবাহন, আবাসন, খাবার-দাবার, বিনোদন, কেনাকাটা, শরীর স্বাস্থ্য ঠিক রাখা, সাথে থাকা জিনিষপত্র সামলানো, যে কোন প্রকার দুর্ঘটনা এড়িয়ে চলা ইত্যাদি নানা বিষয় মোকাবেলা করে তারপর কাঙ্ক্ষিত স্থান বা আকর্ষণটি পরিদর্শন করেই কেবল সহিসালামতে বাড়ি ফিরতে হয়।
আমাদের সাথে ভ্রমণ করতে যোগাযোগ করুন
ঐতিহ্য জানুন, সাথেই থাকুন
(+৮৮) ০১৭১৫৯৫১০৮১
hello@divifarming.com