শেয়ার করুন

পুষ্টি ইশকুল

স্কুল হেল্থ ক্লাব

কমিউনিটি হেল্থ ক্লাব 

পুষ্টি স্বাক্ষরতা কার্যক্রম

কমিউনিটি হেল্থ লিটারেসি প্রোগ্রাম: স্বাস্থ্য পুষ্টি স্বাক্ষরতা কার্যক্রম, স্কুল হেল্থ ক্লাব

হেল্থ ক্লাব কার্যক্রমপুষ্টিমান খাদ্যাভ্যাস শেখা কার্যক্রম

নিরাপদ খাদ্য

কমিউনিটি হেলথ্ ক্লাব

স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি করা – কমিউনিটি ক্লিনিক

কমিউনিটি হেলথ্ লিটারেসি

স্বাস্থ্য ও পুষ্টি স্বাক্ষরতা কার্যক্রম তৈরি করার জন্য এটি একটি ব্যাপক এবং প্রস্তুতিশীল প্রক্রিয়া হতে পারে, যা একটি সমৃদ্ধি, সুস্থ জীবনযাপন, এবং পুষ্টির উন্নতি করতে সাহায্য করতে পারে। এটি শিক্ষার্থীদের, শিক্ষকগণ, ও স্কুল কর্মকর্তাদের মধ্যে পুষ্টির প্রসারে এবং সুস্থ আচরণের উৎসাহের মাধ্যমে হতে পারে।

স্কুল হেল্থ ক্লাব কার্যক্রম- রিপ্রোডাক্টীভ হেলথ

স্কুল হেলথ ক্লাবের কার্যক্রমে রিপ্রোডাক্টিভ হেলথ একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং এটি ছাত্র-ছাত্রীদের জন্য প্রাসঙ্গিক এবং জরুরী জ্ঞান প্রদান করা হয়ে থাকে। রিপ্রোডাক্টিভ হেলথ কেন্দ্রিত কার্যক্রমে বিভিন্ন ধাপের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের প্রয়োজনীয় তথ্য, সাথে সাথে পুরো স্কুল কর্মকর্তাগণের সাথে সহযোগিতা করা হয়।

স্কুলের সাথে কমিউনিটি এবং অভিভাবকদের সম্প্রদান করুন। এটি হতে পারে পুষ্টিপূর্ণ খাবারের উন্নতি, সুস্থ আচরণের প্রসার, এবং শিক্ষার্থীদের পুষ্টি সংক্রান্ত জানকারি প্রদানের মাধ্যমে।

প্রান্তজন স্বাস্থ্য কেন্দ্র

পরিবার পরিকল্পনা- গর্ভবতীমায়েদের জন্য সাপোর্ট প্রোগ্রাম(ফল সেবা বিতরণ)

পুষ্টি ইশকুল

পুষ্টিপূর্ণ আহারের মাধ্যমে ভাল স্বাস্থ্য বজায় রাখার জন্য শিক্ষার্থীদের উপর পরামর্শ দেওয়া।

আনুষ্ঠানিক স্বাস্থ্য ও পুষ্টি শিক্ষা

  • কমিউনিটি হেল্থ লিটারেসি প্রোগ্রাম: স্বাস্থ্য ও পুষ্টি স্বাক্ষরতা কার্যক্রম
  • স্কুল হেল্থ ক্লাব কার্যক্রম
  • কমিউনিটি হেল্থ ক্লাব কার্যক্রম

অআনুষ্ঠানিক স্বাস্থ্য শিক্ষা

  • প্যারামেডিক/ হেল্থ টেকনিশিয়ান শিক্ষা সহায়তা কার্যক্রম
  • নার্সিং শিক্ষা সহায়তা কার্যক্রম
  • মেডিকেল ভর্তি শিক্ষা সহায়তা কার্যক্রম

খাদ্য মানুষের মৌলিক অধিকারসমূহের মধ্যে অন্যতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৫ (ক) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রের মৌলিক দায়িত্ব হচ্ছে সব নাগরিকের অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা ও চিকিৎসাসহ জীবনধারণের মৌলিক উপকরণের ব্যবস্থা করা; আবার সংবিধানের ১৮ (১) অনুচ্ছেদে জনগণের ‘পুষ্টির স্তর উন্নয়ন ও জন স্বাস্থ্যের উন্নতি সাধনকে রাষ্ট্রের অন্যতম প্রাথমিক দায়িত্ব হিসেবে গণ্য করা হয়েছে’।

কমিউনিটি হেল্থ ক্লাব

পুষ্টি হলো জীবের একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এটি এমন প্রক্রিয়া হিসাবেও সংজ্ঞায়িত করা যেতে পারে যার মাধ্যমে জীবগুলি খাদ্য গ্রহণ করে, হজম করে, শোষণ করে, পরিবহন করে। শোষণের পরে খাদ্য উপাদানগুলো দেহের সকল অঙ্গের ক্ষয়প্রাপ্ত কোষের পুনর্গঠন ও দেহের বৃদ্ধি জন্য নতুন কোষ গঠন করে।

সুতরাং যে প্রক্রিয়ায় খাদ্যবস্তু খাওয়ার পরে পরিপাক হয় এবং জটিল খাদ্য উপাদানগুলো ভেঙে সরল উপাদানে পরিণত হয়ে দেহে শোষিত হয় তাকেই পুষ্টি বলে।

আমাদের প্রত্যেকে প্রতিদিন প্রয়োজনীয় সমস্ত উপাদানগুলির সাথে সুষম পুষ্টিকর খাদ্য গ্রহণ করে তা নিশ্চিত করা জরুরি কারন পুষ্টিকর খাদ্য দেহে তাপ উৎপাদন, রোগ প্রতিরোধ ও রক্ষাণাবেক্ষণ করে।

স্কুল হেল্থ ক্লাব কার্যক্রম

প্রতিটি স্কুলে হেল্থ ক্লাব গঠন করে পুষ্টিশিক্ষা উন্নয়নে কাজ করা।

সর্বপ্রাণের কৃষি শিক্ষা

প্রতি মাসে একবার শিক্ষণের আয়োজন করা।

জৈব কৃষি চর্চা করা

নিরাপদ খাবার

সর্বপ্রাণের কৃষি পদ্ধতিতে উৎপাদিত কৃষি পন্য বিপণন

সুখি – কৃষক ও সর্বপ্রাণ পরিবার

প্রাথমিকভাবে রাসায়নিক সার ও ক্ষতিকারক বালাই নাশক ছাড়ায় ফসল উৎপাদন শুরু করেছে সর্বপ্রাণের কৃষির বন্ধুরা। আমরা মনে করেছি প্রকৃতির অংশ আমরা।তাই প্রকৃতির সাথে আমাদের যোগ থাকা চাই। সেই উপায়ে যে উপায়ে প্রকৃতির ক্ষতি না হয়। আমরা এসেছি এবং বলেছি এটা জীবনের পথে যাত্রা। অতএব এটি একটি চলমান কর্মসূচি। জীবনের দিকে যাত্রা। আমাদের জীবন যাত্রার অংশ। সেখান থেকেই কৃষিকে আমার আপন করে নিয়েছি। এর পর থেকেই আমাদের শেখার পর্ব শুরু।

সর্বপ্রাণের কৃষির কর্মকাণ্ডে অংশগ্রহণ ও সহায়তা করতে চাইলে ই-মেইল করুন অথবা ইনবক্সে আপনার আগ্রহের কথা জানান। আপনাকে বিস্তারিত জানানোর প্রত্যাশা রইল। যোগাযোগ : সর্বপ্রাণের কৃষি, মনোঘর ই অর্গানিক শপ সেন্টার – 01552554359

ই-মেইল : sharbopranerkrishi@gmail.com

ফোনঃ +৮৮ ০১৭১৫৯৫১০৮১

বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র – ছাত্রীদের আধুনিক লাগসই পরিবেশ ভাবনা ও কৃষি প্রযুক্তি সর্ম্পকে ধারনা দেয়া এবং নিজ নিজ গ্রামে তা ছড়িয়ে দিতে উদ্বোদ্ধ করা । এছাড়া তরুনদেরকে দূযোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরির্বতন বিষয়ে সচেতন করা। তথ্য আহরণ ও সবৃরাহ করা। দূযোগকালীন ত্রাণ ও উদ্ধারকাজ পরিচালনা। দূর্যোগ পরর্বতী পুনঃবাসন কর্মসূচী গ্রহন।

স্কুল হেল্থ ক্লাব কার্যক্রম

পুষ্টি বাগান

কৃষিতে এক নতুন দিগন্ত এনেছে ‘পারিবারিক পুষ্টি বাগান’। এতে একদিকে পুষ্টির চাহিদা মিটছে, অন্যদিকে বাড়তি ফসল বিক্রি করে আয়ও হচ্ছে। 

অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন 

পুষ্টি সংঘ

কার্যক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য:

  • একটি সুস্থ জীবনযাত্রা ও পুষ্টিপূর্ণ আহার বোঝাতে উৎসাহ দেওয়া।
  • শিক্ষার্থীদের সঠিক ও বিস্তারিত তথ্য দেওয়া প্রয়োজন হতে পারে সুস্থ জীবনযাত্রা উপনিবেশের উপকরণের জন্য।

পুষ্টি ফান্ড

সবার টিফিনের টাকা থেকে প্রতিদিন এক টাকা হারে মাসে কমপক্ষে ৩০ টাকা সংঘের ফান্ডে জমা করার মাধ্যমে কার্যক্রম পরিচালনা।

স্বাস্থ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন

পুষ্টি একটি সার্বিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া যা প্রাণীর দেহের গঠন ও সুস্থ থাকতে মূল ভূমিকা পালন করে। এ প্রক্রিয়াতে খাদ্যবস্তু খাওয়ার পর পরিপাক হয় এবং জটিল খাদ্য উপাদানগুলো ভেঙে সরল উপাদানে পরিণত হয়। এসব সরল উপাদান দেহ শোষণ করে নেয়।

(৮৮০) ১৭১৫৯৫১০৮১
prasbangladesh@gmail.com