আমাদের বিপনী সম্পর্কে

আমাদের প্রাথমিক লক্ষ্য এবং উদ্দেশ্য

কৃষকের অনলাইন বিপনী
কৃষকের অনলাইন বিপনী স্থাপনের মাধ্যমে কৃষক ও ভোক্তার বাজার সেবা তৈরি করা, গ্রাম পর্যটন উন্নয়ন,কৃষি পর্যটন ও পুষ্টি ইশকুল র্কাযক্রম পরিচালনা করা।

স্বাস্থ্যকর রান্না
সংগ্রাম চলমান ভালোবাসা বিদ্যমান । এই সংগ্রাম করার সাহস ও শক্তির প্রধান উৎসব সর্বপ্রাণের কৃষির কৃষক ও পরিবার । অনলাইন ভিত্তিক হাজারো প্রতারণার ভীড়ে তাঁরা আস্থা রেখে চলেছেন । ক্ষেত থেকে পাত খাবার হোক নিরাপদ।
বিপদমুক্ত থাকতেই প্রকৃতিগত আঙ্গিকে খাদ্য উৎপাদন এবং গ্রহন জরুরী। এজন্যই অর্গানিক খাদ্য, অর্গানিক চাষ, অর্গানিক শপ।

জৈব উৎপাদন
অর্গানিক কৃষি প্রচলিত কৃষিকাজের চেয়ে পরিবেশবান্ধব । এ ক্ষেত্রে ফসল ও প্রাণিসম্পদ উৎপাদনে কোনো প্রকার কীটনাশক, সার, জিনগতভাবে পরিবর্তিত জীব, অ্যান্টিবায়োটিক এবং গ্রোথ হরমোন ব্যবহার করা হয় না। ফসলের পুষ্টির প্রাকৃতিক উৎস যেমন কম্পোস্ট, ফসলের অবশিষ্টাংশ দিয়ে তৈরি সার ব্যবহার করতে হয়।
আমরা মনে করেছি প্রকৃতির অংশ আমরা।তাই প্রকৃতির সাথে আমাদের যোগ থাকা চাই। সেই উপায়ে যে উপায়ে প্রকৃতির ক্ষতি না হয়। আমরা এসেছি এবং বলেছি এটা জীবনের পথে যাত্রা। অতএব এটি একটি চলমান কর্মসূচি। জীবনের দিকে যাত্রা। আমাদের জীবন যাত্রার অংশ। সেখান থেকেই কৃষিকে আমার আপন করে নিয়েছি। এর পর থেকেই আমাদের শেখার পর্ব শুরু।

সর্বপ্রাণের কৃষি


কৃষকের অনলাইন বিপনী

কমিউনিটি শপ
খুশি গ্রাহক ও ক্রেতারা
আমাদের টীম

মেহেদী হাসান স্মরণ
প্রধান নির্বাহী
সংগ্রাম চলমান ভালোবাসা বিদ্যমান । এই সংগ্রাম করার সাহস ও শক্তির প্রধান উৎসব সর্বপ্রাণের কৃষির কৃষক ও পরিবার । অনলাইন ভিত্তিক হাজারো প্রতারণার ভীড়ে তাঁরা আস্থা রেখে চলেছেন

মুহাম্মদ শফিউল ফারুক
পরিচালক
এক কেজি বিষমুক্ত ফসল উৎপাদন একটি শিল্পকলা।
বিষমুক্ত জীবনের জন্য সর্বপ্রাণের কৃষি
কৃষি আর্ট
পরম্পরা দর্শন

শারমিন ফেরদৌস সুরভী
পরিচালক
ওয়েব কন্টেইন
কৃষি প্রশিক্ষণ
গ্রাম পর্যটন

আতিকুর রহমান সুজন
পরিচালক
আইটি পরিষেবা
অনলাইন
খামার ব্যবস্থাপনা
খামারে গিয়ে ভিজিট করে আসুন তারপর ফসল কিনুন। উৎপাদন ব্যবস্থা দেখুন, সহযোগিতা করুন
আছে দামাদামীর সুযোগ
নিরাপদ খাবার , দরকার সবার
প্রাণবৈচিত্র্য সংরক্ষণ, সহজিয়া অবলম্বন
কল করুন-
(+88) 01715-951081
ই মেইল করতে পারেন-
info@eorganicshopbd.com