শেয়ার করুন

কৃষকের সরাসরি লেনদেন – আমরা সবার সাখে।

শুক্রমঙ্গল দেশি ফসলের হাট। রবি বার জুম ফসলের হাট।

ই অর্গানিক শপ -২০১৩ সালে প্রতিষ্ঠিত ‌‌” সর্বপ্রাণের কৃষির ” একটি প্রয়োগিক দিক এবং অংগ্রহনমূলক গ্রাম উন্নয়ন সংস্থা ( প্র্যাস ) অধীনে চলমান কর্মসূচি।

অর্গানিক; অর্গানজাত, অর্গান থেকে। অর্গান কি? প্রতঙ্গ বলতে পারি, প্রতঙ্গ-অঙ্গের অর্থবহ অংশ। অঙ্গ এবং অঙ্গের অর্থবহ অংশ যা আবার প্রকৃতিগত। কাজই বলতে পারি অর্গানিক হচ্ছে প্রকৃতিগত আঙ্গিক। এখন খাদ্য নিরাপত্ত্বার ক্ষেত্রে প্রকৃতিগত আঙ্গিক বিষয় টা কি ভাবে বিবেচ্য;আমরা প্রকৃতি থেকে খাদ্য হিসাবে যে শস্য, বীজ, ফল, মূল, শাক সব্জি, পাই তা প্রকৃতি আপন অঙ্গের অর্থবহ অংশ হিসাবে নিজের জন্য উৎপাদন করে যা আমরা আহোরন করি। খাদ্য হিসাবে গ্রহন করি। খাদ্যগ্রহন, পরিপাক পুরো বিষয়টি অঙ্গসম্পর্কিত, আঙ্গিক, প্রকৃতিগত। অন্যদিকে মুনাফা লোভীর চক্করে, খাদ্য উৎপাদনে প্রকৃতিগত আঙ্গিক বিষয়টি উপেক্ষা করে নানা কর্মকান্ড করে, যা খাদ্যকে অনিরাপদ করে তুলছে। মানব সংস্কৃতি এবং প্রকৃতিগত বিপদ তৈরী করছে। বিপদমুক্ত থাকতেই প্রকৃতিগত আঙ্গিক খাদ্য উৎপাদন এবং গ্রহন জরুরী। এজন্যই অর্গানিক খাদ্য, অর্গানিক চাষ, অর্গানিক শপ।

চাহিদা জানাতে পারেন-

দুরভাষ: ০১৭১৫৯৫১০৮১

ইমেইল করতে পারেন- eorganicshop.bd@hmail.com