Site icon eOrganicshop

ই অর্গানিক শপ- কৃষকের অনলাইন বিপনী

শুরুতে ই অর্গানিক শপ

আমরা প্রকৃতি থেকে খাদ্য হিসাবে যে শস্য, বীজ, ফল, মূল, শাক সব্জি, পাই তা প্রকৃতি আপন অঙ্গের অর্থবহ অংশ হিসাবে নিজের জন্য উৎপাদন করে যা আমরা আহরন করি। খাদ্য হিসাবে গ্রহন করি। খাদ্যগ্রহন, পরিপাক পুরো বিষয়টি অঙ্গসম্পর্কিত, আঙ্গিক, প্রকৃতিগত।

প্রাথমিকভাবে রাসায়নিক সার ও ক্ষতিকারক বালাই নাশক ছাড়ায় ফসল উৎপাদন শুরু করেছে সর্বপ্রাণের কৃষির বন্ধুরা। আমরা মনে করেছি প্রকৃতির অংশ আমরা।তাই প্রকৃতির সাথে আমাদের যোগ থাকা চাই। সেই উপায়ে যে উপায়ে প্রকৃতির ক্ষতি না হয়। আমরা এসেছি এবং বলেছি এটা জীবনের পথে যাত্রা। অতএব এটি একটি চলমান কর্মসূচি। জীবনের দিকে যাত্রা। আমাদের জীবন যাত্রার অংশ। সেখান থেকেই কৃষিকে আমার আপন করে নিয়েছি। এর পর থেকেই আমাদের শেখার পর্ব শুরু।

সর্বপ্রাণের খাদ্য নিরাপত্তা বেষ্টনী উন্নয়ন।।সর্বপ্রাণের কৃষি উদ্যোক্তা ও কৃষক উন্নয়ন। স্থানীয় ও দেশব্যাপী কৃষকের বাজার ব্যাবস্থাপনা উন্নয়ন। স্থানীয় জাতের বীজ রক্ষা ও উন্নয়ন। সকলের জন্য সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলা।সর্বপ্রাণের সুরক্ষা ।(গাছপালা,কীটপতঙ্গ, অনুপ্রাণ,পশু পাখী, জলজ প্রাণ, নির্মল বাতাশ,নিরাপদ পানি, পর্যাপ্ত আলো) ক্যামনে কম ক্ষতি হয়, কি উপায়ে কৃষি করা যায়। সেটাই চাষ আবাদ করে বের করার চেষ্টা করবে প্র্যাস। জামালপুরেরর দুইটি উপজেলায় সাহবাজপুর ও মহাদান গ্রামে সর্বপ্রাণের কৃষি ক্ষেতে সেই পদ্ধতিগুলো খুঁজতে চাষাবাদ চলছে।

ই অর্গানিক শপ -২০১৩ সালে প্রতিষ্ঠিত ‌‌” সর্বপ্রাণের কৃষির ” একটি প্রয়োগিক দিক এবং অংগ্রহনমূলক গ্রাম উন্নয়ন সংস্থা ( প্র্যাস ) অধীনে চলমান কর্মসূচি।

আমাদের জৈব খাবারের বাক্সগুলির একটি কিনুন!

সর্বপ্রাণের কৃষির কর্মকাণ্ডে অংশগ্রহণ ও সহায়তা করতে চাইলে ই-মেইল করুন অথবা ইনবক্সে আপনার আগ্রহের কথা জানান। আপনাকে বিস্তারিত জানানোর প্রত্যাশা রইল। যোগাযোগ : সর্বপ্রাণের কৃষি, মনোঘর ই অর্গানিক শপ সেন্টার – 01552554359

ই-মেইল : sharbopranerkrishi@gmail.com

ফোনঃ +৮৮ ০১৭১৫৯৫১০৮১

Exit mobile version